অর্থঃ হে আল্লাহ! তুমি এ পরিপূর্ণ আহ্বানের ও স্থায়ী প্রতিষ্ঠিত নামাযের প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উসীলা এবং সমস্ত সৃষ্টির মাঝে মর্যাদা দান কর এবং তাকে ঐ প্রশংসিত স্থান দান কর, যা তার জন্য তুমি ওয়াদা করেছ। নিশ্চই তুমি প্রতিশ্রতির ব্যতিক্রম কর না।
0 Comments