করোনা ভাইরাস এখন এক আতঙ্কের নাম। বর্তমান সময়ে চীনসহ পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস (কভিড-১৯)। এশিয়ার পর এবার ইউরোপ ও মধ্যপ্রাচ্যে এটি মহামারি আকার ধারণ করেছে এই করোনা ভাইরাস। সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী, উপদেষ্টা কেউই বাদ যাচ্ছেন না এই ভাইরাসের হাত থেকে।
রাসূল (সাঃ) সকল প্রকার ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য যে দোয়া পড়তেন এবং তাহার উম্মতকে পড়তে বলে গেছেন। আসুন তাহলে যেনে নেই সেই দোয়াটি:
করোনা ভাইরাস থেকে বাঁচার দোয়া:
আরবী: .اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল সারসি, ওয়াল জুনুনি, ওয়াল জুয়ামি, ওয়া মিন সায়্যিইল আসক্বাম।
অর্থ: হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ধবল, উম্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার কঠিন ব্যাধি (রোগ) থেকে আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাউদ, তিরমিযী)।
বি:দ্র: আপনার একটি শেয়ারে হয়তো কারো জীবন বেঁচে যেতে পারে, তাই এই পোষ্ট টি শেয়ার করুন।

0 Comments