Recents in Beach

তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি

প্রশ্ন: তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি?

উত্তর: তায়াম্মুমের ফরজ ৩ টি। যথা:-


১) নিয়ত করা।
২) অজুতে মূখমন্ডল যে পরিমাণ ধৌত করতে হয়, তায়াম্মুমে ঠিক ততটুকু স্থান মাসেহ্ করা। তার কম জায়গা মাসেহ্ করলে তায়াম্মুম শুদ্ধ হবে না।
৩) উভয় হাত কনুই পর্যন্ত সাসেহ করা। সামান্য স্থানও যদি মাসেহ থেকে বাদ পড়ে, তায়াম্মুম শুদ্ধ হবে না।

Post a Comment

0 Comments