Recents in Beach

যে সকল কারণে তায়াম্মুম করা যাবে

প্রশ্ন: কখন তায়াম্মুম করা যাবে?

উত্তর: যে সময় তায়াম্মুম করা যবে। যথা:-


১) এক মাইলের মধ্যে পানি না পাওয়া গেলে।
২) পানি ব্যবহারে রোগ বৃদ্ধির আশংকা থাকলে।
৩) কূপ হতে পানি তুলার কোন ব্যবস্থা না থাকলে।
৪) সঞ্চিত পানি খরচ করলে নিজে কিংবা পালিত পশু পিপাসার্ত থাকলে।
৫) হিংস্র জন্তু বা শত্রুর ভয়ে পানির নিকট পৌছাতে অক্ষম হলে।
৬) বিক্রয়ের পানি ক্রয় করতে অসমর্থ হলে।
৭) কারো পানি বিনা মূল্যে দিতে অস্বীকার করলে।
৮) উভয় ঈদের বা জানাযার নামায অজু করে জামায়াত না পাবার ভয় থাকলে।

Post a Comment

0 Comments