অর্থঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহ্ তা’য়ালার, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, পরম দাতা এবং দয়ালু। শেষ দিবসের সর্বময় কর্তা হে আল্লাহ! আমরা একমাত্র তোমারই (সর্বক্ষেত্রে) দাসত্ব বা বন্দেগী করি এবং তোমারই কাছে (সর্বব্যাপারে) সাহায্য প্রর্থনা করি। আমাদেরকে সরল ও সঠিক পথে পরিচালিত কর। তোমার অনুগ্রহ পাপ্তদের পথে। তোমার অভিশপ্ত ও বিভ্রান্তদের পথে নয়। হে আল্লাহ! কবুল কর।
0 Comments