Recents in Beach

সূরা ফাতিহা এবং তার অর্থ

সূরায়ে ফাতিহা অর্থ সহ

উচ্চারণঃ আলহামদু লিল্লা-হি রাব্বিল্ আলামীন। আররাহমা-নির রাহীম। মালিকি ইয়াওমিদ্দীন। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন। ইহদিনাছ্ ছিরাতাল মুস্তাকীমা ছিরাতাল্লাজিনা আন্আম্তা আলাইহিম। গাইরিল্ মাগ্দূবি আলাইহিম ওয়ালাদ্দা-ল্লীন। আমিন।


অর্থঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহ্ তা’য়ালার, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, পরম দাতা এবং দয়ালু। শেষ দিবসের সর্বময় কর্তা হে আল্লাহ! আমরা একমাত্র তোমারই (সর্বক্ষেত্রে) দাসত্ব বা বন্দেগী করি এবং তোমারই কাছে (সর্বব্যাপারে) সাহায্য প্রর্থনা করি। আমাদেরকে সরল ও সঠিক পথে পরিচালিত কর। তোমার অনুগ্রহ পাপ্তদের পথে। তোমার অভিশপ্ত ও বিভ্রান্তদের পথে নয়। হে আল্লাহ! কবুল কর।

Post a Comment

0 Comments