Recents in Beach

গোসলের সুন্নত কয়টি ও কি কি

প্রশ্ন: গোসলের সুন্নত কয়টি ও কি কি?

উত্তর: গোসলের সুন্নত ৬ টি। যথা:-

১) উভয় হাত কব্জি পর্যন্ত ধৌত করা।
২) শরীরের নাপাকী ধৌত করে ফেলা।
৩) লজ্জাস্থান ধৌত করা।
৪) গোসল শুরুর আগে কজু করা।
৫) সর্বশরীর উত্তমরূপে তিনবার ধৌত করা। এবং
৬) গোসল শেষে একটু সরে গিয়ে পা ধৌত করা।


Post a Comment

0 Comments