প্রশ্ন: কোন কারনে গোসল করা মানুষের উপরে মোস্তাহাব হয়ে যায়?
উত্তর: যে কারনে মানুষের উপরে গোসল করা মোস্তাহাব হয়ে যায়:-
১) শবে ক্বদরে।
২) শবে বরাতে।
৩) আরাফার রাতে।
৪) সূর্য ও চন্দ্রগ্রহণের সময়।
৫) উম্মাদ চৈতন্য প্রাপ্ত হলে।
৬) মৃতকে গোসল প্রদানকারী।
৭) মক্কা বা মদীনা শরীফে প্রবেশ করলে।
৮) কাফের পাক অবস্থায় মুসলমান হতে চাইলে।
৯) বালেগ-বালেগা হওয়ার হুকুম পেয়ে গোসল করা অর্থাৎ তাদের ১৫ বছর বয়সের সময় বালেগ বা বালেগার কোন চিহ্ন না পাওয়া গেলে।
0 Comments