Recents in Beach

অজুর ফরজ কয়টি ও কি কি

অজুর ফরজ ৪ টি। যথা:-

১) আঙ্গুলির অগ্রভাগ হতে কনুইসহ দুহাত উত্তমরূপে ধৌত করা।
২) কপালের উপরিভাগের চুলের উৎপত্তি স্থান হতে থুতনির নিম্নদেশ এবং এক কর্ণমূল হতে অপর কর্ণমূল পর্যন্ত মুখমন্ডল ধৌত করা।
৩) মস্তকের দুই তৃতীয়ংশ মাসেহ করা অর্থাৎ মুছে নেয়া।
৪) দু পায়ের গিরার উপরিভাগ হতে নিম্নের সমস্ত অংশটুকু উত্তমরূপে ধৌত করা।

বি:দ্র: যাদের ঘন দাড়ি আছে, তাদের দাড়ির এক চতুর্থাংশ মাসেহ করা ফরজ। পাতলা দাড়ি হলে তা ধৌত করা ফরজ নয়। অজুর নির্দিষ্ট স্থান গুলো একবার ধৌত করা ফরজ এবং অবশিষ্ট দু‘বার ধৌত করা সুন্নত।

Post a Comment

0 Comments