Recents in Beach

গোসলের নিয়ত ও ফরজ সমূহ

প্রশ্ন: গোসলের নিয়ত ও ফরজ সমূহ কি কি?

গোসলের নিয়ত:নাওয়াইতুল গোসলা লিরাফইল জানা-বাতি। এর বাংলা অর্থ হচ্ছে:- আমি নাপাকী দূর করবার জন্য গোসলের নিয়ত করছি।

গোসলের ফরজ সমূহ:
১) কুলি করা।
২) নাকের ভিতর পানি দেয়া।
৩) সমস্ত শরীর উত্তমরূপে ধৌত করা। (স্ত্রীলোকের গহনার নীচে এবং নাক ও কানের ছিদ্রে পানি প্রবেশ করানো।)

বি:দ্র: উপরোক্ত তিনটির যে কোন একটি ছুটে গেলে গোসল শুদ্ধ হবে না।


গোসলের সুন্নত সমূহ:
১) উভয় হাত কব্জি পর্যন্ত ধৌত করা।২) শরীরের নাপাকী ধৌত করে ফেলা।৩) লজ্জাস্থান ধৌত করা।৪) গোসল শুরুর আগে অজু করা।৫) সর্বশরীর উত্তমরূপে তিনবার ধৌত করা।৬) গোসল শেষে একটু সরে গিয়ে পা ধৌত করা।

Post a Comment

0 Comments