প্রশ্ন: অজু ভঙ্গের কারণ সমূহ কি কি?
উত্তর: অজু ভঙ্গের কারণ সমূহ হল। যথা:
১) বাহ্য বা প্রশ্রাব দ্বার দিয়ে কোন কিছু বের হলে।
২) মুখ ভরে বমি হলে।
৩) চিৎ বা কাত হয়ে নিদ্রা গেলে।
৪) মাতাল হলে।
৫) ক্ষতস্থান হতে কীট, পোকা, রক্ত বা পুঁজ বের হলে বা সূঁচবিদ্ধ হওয়াতে রক্ত গড়িয়ে পড়লে।
৬) কোন বস্তুতে ঠেস দিয়ে ঘুমালে ঐ বস্তুটি সরিয়ে ফেললে যদি নিদ্রিত ব্যক্তি পড়ে যায়।
৭) জ্ঞানহারা হলে।
৮) বয়ঃপ্রাপ্ত ব্যক্তি নামাযে উচ্চস্বরে হাসলে।
0 Comments