প্রশ্ন: কখন মানুষের উপরে গোসল করা ওয়াজিব হয়?
উত্তর: যে সকল কারনে গোসল করা মানুষের উপরে ওয়াজিব হয়ে যায়:-
১) মৃত ব্যক্তির গোসল জীবিতদের জন্য ওয়াজিব হয়।২) কাফের নাপাক শরীরে মুসলমান হতে চাইলে।
৩) ছেলে স্বপ্নদোষ ও মেয়ে রৃতুস্রাব দ্বারা বালেগ হলে।
৪) বিধর্মী স্ত্রীলোক রৃতু বা নেফাছ বন্ধ হওয়ার পর মুসলমান হতে চাইলে।
0 Comments