Recents in Beach

তায়াম্মুম করার নিয়ত

প্রশ্ন: তায়াম্মুম করার নিয়ত?

উত্তর: প্রথমে বিসমিল্লাহ পাঠ করে মনে মনে নিম্নলিখিত নিয়ত করবেন।


উচ্চারণ: নাওয়াইতু আন্ আতায়াম্মামা লিরাফইল্ হাদাসি ওল জানাবাতি ওয়াস্তিবাহাতাল লিছ্ ছালাতি ওয়াতাক্বাররোবান  ইলাল্লাহি তায়ালা।



অর্থ: আমি নাপাকী দূর করার জন্য, নামায শুদ্ধরূপে আদায় করার জন্য ও আল্লাহ তায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে তায়াম্মুম করতেছি।

বি:দ্র: কোন কিছুর নিয়ত করা ফরজ আর নিয়ত মুখে পড়া বিদআত।

Post a Comment

0 Comments