Recents in Beach

সূরা নাছ্ এবং তার অর্থ

উচ্চারণঃ ক্বোল আঊ’জু বিরাব্বিন্নাছ। মালিকিন্নাছ। ইলাহিন্নাছ। মিন শাররিল্ ওয়াছ্ওয়াছিল্ খান্নাছ। আল্লাজী ইউওয়াছবিছু ফী ছুদূরিন্নাছ্। মিনাল জিন্নাতি ওয়ান্নাছ।

অর্থঃ বলুন হে মুহাম্মদ (সাঃ)! আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। মানুষের শাহানশাহ প্রভুর নিকট, মানুষের উপাস্য প্রভুর নিকট, অন্তরে সদা পলায়নপর শয়তানের প্ররোচনার অনিষ্ট হতে, যে (শয়তান) মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়, জ্বীন ও মানুষের মধ্য হতে।

Post a Comment

0 Comments