অর্থঃ হস্তিবাহিনীর সহিত তোমার প্রভু কিরূপ আচরণ করলেন তাহা কি তুমি লক্ষ্য কর নি? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করেন নি? অনন্তর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখী পাঠালেন সিজ্জিল হতে কংকর এনে তাদের উপর নিক্ষেপ করতে। অতঃপর তিনি তাদেরকে চর্বিত তৃণের মত করে দিলেন।
0 Comments