Recents in Beach

মোনাজাত এবং তার অর্থ

মোনাজাত অর্থ সহ


উচ্চারণঃ রাব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাসানাতাওঁ ওয়াফিল আখিরাতি হাসানাতাওঁ ওয়াকিনা আজাবান্নার। ওয়া সাল্লাল্লা-হু তাআলা আলা খাইরি খালকিহী মুহাম্মাদিওঁ ওয়া আলা আলিহী ওয়া আছহাবিহী আজমাঈন। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

অর্থঃ হে আল্লাহ! আমাদেরকে দুনিয়া ও আখেরাতের মঙ্গল দান কর এবং দোজখের আগুনের শাস্তি হতে বাঁচাও। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু! তোমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হযরত মুহাম্মদ (সাঃ) এবং তাঁর বংশধরগণ ও তাঁর সহচরগণের উপর তোমার শান্তি বর্ষিত হোক।

Post a Comment

0 Comments