Recents in Beach

সূরা কাফিরূন এবং তার অর্থ

সূরা কাফিরূন অর্থ সহ

উচ্চারণঃ কুল্ ইয়া-আইয়্যুহাল্ কাফিরূন, লা-আ’বুদু মা-তাবুদূন। ওয়ালা আনতুম আ’বিদুনা মা-আ’বুদ। ওয়া লা-আনা আ’বিদুম মা-আ’বাদত্তুম। ওয়া লা-আনতুম আ’বিদুনা মা-আ’বুদ। লাকুম দ্বীনুকুম ওয়া লিয়া দ্বীন।

অর্থঃ হে মুহাম্মদ (সাঃ)! বলুন, হে কাফেরগণ ! আমি তার এবাদত করি না, যার তোমরা অর্চনা কর। পক্ষান্তরে তোমরাও তাঁর উপাসক নও, আমি যাঁর উপাসনা করি। তেমনি আমি ঐ সব দেবতার উপাসক নই, যার পূজা তোমরা কর এবং তোমরা তাঁর উপাসক নও আমি যাঁর এবদত করি। তোমাদের জন্য তোমাদের ধর্ম (নির্দিষ্ট) আর আমার জন্য আমার ধর্ম (ইসলাম) নির্ধারিত।

Post a Comment

0 Comments