অর্থঃ হে মুহাম্মদ (সাঃ)! বলুন, হে কাফেরগণ ! আমি তার এবাদত করি না, যার তোমরা অর্চনা কর। পক্ষান্তরে তোমরাও তাঁর উপাসক নও, আমি যাঁর উপাসনা করি। তেমনি আমি ঐ সব দেবতার উপাসক নই, যার পূজা তোমরা কর এবং তোমরা তাঁর উপাসক নও আমি যাঁর এবদত করি। তোমাদের জন্য তোমাদের ধর্ম (নির্দিষ্ট) আর আমার জন্য আমার ধর্ম (ইসলাম) নির্ধারিত।
0 Comments