Recents in Beach

সূরা লাহাব এবং তার অর্থ

উচ্চারণঃ তাব্বাত ইয়াদা-আবী লাহাবিওঁ ওয়া তাব্বা। মা আগনা-আ’নহু মালুহূ ওয়ামা কাছাব। সাইয়াসলা-নারান্ঁ যাতা লাহাবিওঁ ওয়ামরাআতুহু, হাম্মা-লাতাব হাত্বাব্। ফী জীদিহা-হাবলুম্ মিম্ মাসাদ্।

অর্থঃ আবু লাহাবের হাত দু’টি ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক। তার ধন-সম্পদ এবং যা কিছু  সে উপার্জন করেছে কিছুই তার কাজে আসবে না। শীঘ্রই সে শিখাযুক্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করবে এবং তার স্ত্রীরও (কাঠের বোঝা বহনকারিণী) গ্রীবাদেশে খেজুরের আঁশ নির্মিত রশি বাঁধা থাকবে।

Post a Comment

0 Comments