অর্থঃ হে মুহাম্মদ (সাঃ)! আপনি কি সে ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি কেয়ামতকে মিথ্যা জ্ঞান করে? অনন্তর সে ব্যক্তি যে অনাথকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং দরিদ্রকে অন্ন প্রদান করতে উৎসাহ দান করে না; অনন্তর সে নামাযীদের জন্য আক্ষেপের জাহান্নাম (অয়েল দোজখ), যারা নিজেদের নামায সম্পর্কে উদাসীন, যারা লোককে দেখামাত্র নামাযের প্রদর্শনী করে এবং প্রতিবেশীদেরকে নিত্যব্যবহার্য দ্রব্যাদি দিয়ে সাহায্য করে না।
0 Comments