Recents in Beach

পাচঁ ওয়াক্ত নামাযের পর যে তাসবীহ্ গুলো পাঠ করা অতি উত্তম

প্রতি ওয়াক্ত নামাযের পর নিম্নলিখিত তাসবীহ্ পাঠ করা অতি উত্তম। ইহা কমপক্ষে সাতবার করে পাঠ করা দরকার।

ফজর নামাযের তাসবীহ্

উচ্চরণঃ হুওয়াল হাইউল কাইঊম।
অর্থঃ তিনি (আল্লাহ) চির জীবিত ও চিরস্থায়ী।

জোহর নামাযের তাসবীহ্

উচ্চারণঃ হুওয়াল আ’লিউল আজীম।
অর্থঃ তিনি (আল্লাহ) শ্রেষ্ঠতম ও অতি মহান।

আসর নামাযের তাসবীহ্

উচ্চারণঃ হুওয়ার রাহমা-নুর রাহীম।
অর্থঃ তিনি (আল্লাহ) কৃপাময় ও করুণাময়।

মাগরিব নামাযের তাসবীহ্

উচ্চারণঃ হুওয়াল গাফুরুর্ রাহীম।
অর্থঃ তিনি (আল্লাহ) মার্জনাকারী ও করুণাময়।

এশার নামাযের তাসবীহ্

উচ্চারণঃ হুওয়াল লাত্বীফুল খাবীর।
অর্থঃ তিনি (আল্লাহ) পবিত্র ও অতিশয় সতর্কশীল।

Post a Comment

0 Comments