Recents in Beach

সেজদা সাহ্বউ

সেজদা সাহ্‌উ কেনো এবং কি ভাবে করতে হয়?



সেজদা সাহ্‌উ কেনো করতে হয়ঃ  সাহ্‌উ সেজদা বা সেজদা সাহ্‌উ অর্থ ভুল সংশোধনের সেজদা। নামাযের মধ্যে যদি এক বা একাধিক ওয়াজিব বাদ পড়ে যায় বা ভুল হয়ে যায় অথবা আগে-পিছে হয়ে যায় তাহলে সাহ্‌উ সেজদার মাধ্যমে ভুল-ক্রুটি সংশোধন করতে হয়।

সেজদা সাহ্‌উ কি ভাবে করবেনঃ নামাযের মধ্যে ভুল-ক্রুটি সংশোধনের বিধান হল নামাযের শেষ বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়্যাতু (তাশাহহুদ) পাঠ করে শুধু ডান দিকে সালাম ফিরিয়ে দু’বার অতিরিক্ত সেজদা দিতে হয়। উক্ত দু’বার সেজদাহ দেওয়ার পর পুনরায় তাশাহ্হুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পাঠ করে উভয়দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করতে হয।

Post a Comment

0 Comments