
কোন কারণে রমজানের রোজা ভাংলে প্রতি রোজার পরিবর্তে নিম্নের যে কোন একটি করতে হবে।
১) একজন ক্রীতদাসকে দাসত্ব বন্ধন হতে মুক্ত করে দেয়া।
২) অনবরত ৬০ দিন রোজা রাখা বা ৬০ জন দরিদ্র ব্যক্তিকে দুই সন্ধ্যা তৃপ্তির সাথে আহার করান বা তার পরিমাণ সম্পদ দরিদ্রকে দান করা।
0 Comments