Recents in Beach

ক্বাজা নামায

বিস্তারিতঃ কারণে সময় মত নামায আদায় করতে না পারলে, ঐ নামায অন্য সময় আদায় করাকে ক্বাজা নামায বলে। কোন কারণ ছাড়া নামায ত্যাগ করলে কঠিন গোনাহ হবে। পাঁচ ওয়াক্তের বা তার কম নামায ক্বাজা হলে তাকবীর সহকারে আদায় করা ফরজ। অর্থাৎ পূর্বের ক্বাজা নামায বাকী থাকতে ওয়াক্তের নামায আদায় করলে শুদ্ধ হবে না। পূর্বের ফরজ নামাযের ক্বাজা পরস্পর আদায় করে তারপর উপস্থিত ওয়াক্তের নামায আদায় করলে দুরস্ত হবে। ক্বাজা নামায রেখে ওয়াক্তিয়া নামায তিন কারনের যে কোন এক কারণে আদায় করা যায়।

১) সময় অল্প বা সংকীর্ণ হলে।
২) ক্বাজা নামাযের কথা মনে না থাকলে।
৩) পাঁচ ওয়াক্তের বেশী নামায ক্বাজা হলে।

Post a Comment

0 Comments