Recents in Beach

রোযা বা সাওম অথবা সিয়াম

রোযা বা সাওম অথবা সিয়াম কি?

বিস্তারিতঃ সাওম আরবী শব্দ। এর অর্থ হল কোন কিছু হতে বিরত থাকা। এর বহুবচন শব্দটি হচ্ছে সিয়াম। ইসলামী পরিভাষায় সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি বা সহবাস হতে বিরত থাকাকে সাওম বা রোযা বলে। 

রোযা বলতে সাধারণতঃ রমযান চাঁদের পূর্ণ একমাস দিবাভাগে পানাহার এবং ইন্দ্রিয় পরিতৃপ্তি হতে বিরত থাকাকে বুঝায়। এটাই ফরজ রোযা। এ রোযা শুধু আমাদের উপর নয়, পূর্ববর্তী উম্মতগণের উপরও  আল্লাহ পাক রোযা ফরজ করেছিলেন।

Post a Comment

0 Comments