Recents in Beach

শবে বরাত নামাযের নিয়ত

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকআতাই ছালাতিল লাইলাতিল বারাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বি:দ্র: নামাযের নিয়ত করা ফরজ আর নিয়ত মুখে পড়া বিদ-আত। আর নিয়ত করতে হয় অন্তরে।
এছাড়া ও কুরআন এবং হাদিসে বরাতের জন্য কোন নামায পড়ার কথা বলা হয়নি। তবে, এই রাত্রে রাসুল (সাঃ) নফল নামায পড়তেন। তাই আমরাও নফল নামাযের নিয়ত করে নফল নামায আদায় করতে পারি।

Post a Comment

0 Comments