উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকআতাই ছালাতিল লাইলাতিল বারাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
বি:দ্র: নামাযের নিয়ত করা ফরজ আর নিয়ত মুখে পড়া বিদ-আত। আর নিয়ত করতে হয় অন্তরে।
এছাড়া ও কুরআন এবং হাদিসে বরাতের জন্য কোন নামায পড়ার কথা বলা হয়নি। তবে, এই রাত্রে রাসুল (সাঃ) নফল নামায পড়তেন। তাই আমরাও নফল নামাযের নিয়ত করে নফল নামায আদায় করতে পারি।

0 Comments