Recents in Beach

শবে ক্বদর নামাযের নিয়ত

উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই ছালাতি লাইলাতিল ক্বাদরি মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বি:দ্র: শবে ক্বদরের রাত হাজার মাসের রাতের চেয়েও শ্রেষ্ঠ রাত্রি। হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন, তোমরা রমজান মাসের বিশ তারিখের পর কোন বেজোড় তারিখের রাত্রে শবে ক্বদরের খোঁজ কর। অনেক মতভেদ থাকলেও প্রবল ধারণা এই যে, ২৭ শে রমজানের রাতই শবে ক্বদর।

এ রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার জীবনের পেছনের সকল গুণাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা এই রাত্রের গুরুত্ব বুঝাতে কোরআনে একটি সুরা নাজিল করেন।

আর এই রাত্রে রাসুল (সাঃ) নফল নামায পড়তেন। তাই লাইলাতুল ক্বদর এর নামে কোন নিয়ত নেই।

Post a Comment

0 Comments