Recents in Beach

যে সকল কারণে রোজা না রাখলে গুণাহ হবে না

যে সকল কারণে রোজা না রাখলে ও সমস্যা হবে নাঃ

১) কোন অসুখের কারণে রোজা রাখার শক্তি হারিয়ে ফেললে অথবা অসুখ বৃদ্ধির ভয় হলে।
২) গর্ভবতী স্ত্রী লোকের সন্তান বা নিজের প্রাণ নাশের আশঙ্কা হলে রোজা ভঙ্গ করা বৈধ।
৩) যেসব স্ত্রী লোক নিজের বা অপরের সন্তানকে দুধ পান করান রোজা রাখার ফলে যদি দুধ না আসে তবে রোজা না রাখার অনুমতি আছে।
৪) শরিয়তসম্মত মুসাফির অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে। তবে রাখাই উত্তম।
৫) কেউ হত্যার হুমকি দিলে রোজা ভঙ্গের অনুমতি আছে।
৬) কোন রোগীর ক্ষুধা বা পিপাসা এমন পর্যায়ে চলে গেল এবং কোন দ্বীনদার মুসলিম চিকিৎসকের মতে রোজা ভঙ্গ না করলে তখন মৃত্যুর আশঙ্কা আছে, তবে রোজা ভঙ্গ করা ওয়াজিব।
৭) হায়েজ-নেফাসগ্রস্ত (বিশেষ সময়ে) নারীদের জন্য রোজা রাখা জায়েজ নয়।

বি:দ্র: রমজান মাসের ফরজ রোজা গুলো ভঙ্গ করলেও পরবর্তীতে ভঙ্গ কৃত রোজা গুলোর কাযা আদায় করতে হবে অথবা কাফ্ফারা দিতে হবে।

Post a Comment

0 Comments