
যে সকল কারণে রোজা ভঙ্গ হয়ে যায়:
১) রোজা রেখে ইচ্ছা পূর্বক পানাহার করলে।
২) যে কোন প্রকার ইন্দ্রিয় তৃপ্ত করলে।
৩) সিঙ্গা দেয়ার কারণে রোজা ভঙ্গ হয়েছে ভেবে ইচ্ছাপূর্বক আহার করলে।
৪) অনিচ্ছাকৃতভাবে অজু, গোসলের পানি যা অন্য কোন খাদ্যদ্রব্য গলার নীচে চলে গেলে।
৫) নাকের ছিদ্রপথে কোন কিছু পেটে গেলে, দাতের মধ্যকার কোন খাদ্য (বুট পরিমাণ) পেটে গেলে, মুখ ভরা বমি মুখে এসে আবার পেটে গেলে।
৬) রোজার কথা ভুলে গিয়ে পানাহার বা স্ত্রী সহবাস করলে বোযা ভঙ্গ হয় না। তবে তাতে রোজা ভঙ্গ হয়েছে ভেবে পুনরায় পানাহার বা স্ত্রী সহবাস করলে।
৭) ধুমপান করলে।
৮) রাত মনে করে সুবহে সাদেকের পর পানাহার এবং সুর্যাস্ত হয়েছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে রোজা ভঙ্গ হয়ে যায়।
0 Comments