প্রত্যেক দুই রাক‘আত তারাবীহ নামাযের পর পড়তে হয়
উচ্চারণঃ আল্লাহুম্মা ছাল্লি আ’লা সায়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ।
প্রতি চার রাক‘আত নামায শেষে বসে নিম্নোক্ত দোয়াটি তিনবার পড়া উত্তম
উচ্চারণঃ ছোবহানা জিলমুলকি ওয়াল মালাকুতি, ছোবহানা জিলইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া-য়ি ওয়াল জাবারূতি, ছোবহানাল্ মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামূতু আবাদান আবাদান, সুব্বূহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালা ইকাতি ওয়াররূহ।
বি:দ্র: উপরের দোয় দুটি পড়লে ছাওয়াব পাওয়া যাবে। না পড়লে কোন গুণাহ হবে না।

0 Comments