অর্থঃ আল্লাহ তায়ালা ছাড়া আর কোন মাবুদ (উপাস্য) নেই। তিনি চিরজীবিত ও চিরস্থায়ী, তাঁকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করতে পারে না। আকাশ ও জমিনে যা কিছু আছে, সমস্তই তাঁর। এমন কেউ আছে? যে, তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করতে পারে? তার সামনে ও ভবিষ্যতে যা কিছু আছে, সব সম্পর্কেই তিনি অবগত আছেন। তাঁর জ্ঞানের সিংহাসন সমস্ত আকাশ ও পাতাল ব্যাপী বিস্তৃত। এ দু’য়ের রক্ষণাবেক্ষণে তাঁর বিন্দুমাত্রও অসুবিধা হয় না। তিনি অতি উন্নত ও অতি মহান।
0 Comments