Recents in Beach

আয়াতুল কুরসি, বাংলা উচ্চারণ এবং তার অর্থ

উচ্চারণঃ আল্লা-হু লা-ইলাহা ইল্লাহু। ওয়ালহাইয়্যুল ক্বাইয়্যুম, লা-তা’খুজুহু সিনাতুঁউ ওয়ালা নাওমুন, লাহু মা-ফিচ্ছামা-ওয়াতি ওয়ামা-ফিল আরদ্বি, মানজাল্লাজী ইয়াশফাউ ঈন্দাহু ইল্লা-বিইজনিহী, ইয়া’লামু মা-বাইনা আইদীহিম ওয়ামা-খালফাহুম, ওয়ালা-ইউহীতুনা বিশাইয়িম মিন ঈলমিহী ইল্লা বিমা-শা-আ ওয়াছিআ’ কুরছিইউহুছ্ ছামা-ওয়াতি ওয়াল আরদ্বা, ওয়ালাইয়াঊদুহূ হিফজুহুমা, ওয়া হুওয়াল আ’লিইয়্যুল আ’জিম।

অর্থঃ আল্লাহ তায়ালা ছাড়া আর কোন মাবুদ (উপাস্য) নেই। তিনি চিরজীবিত ও চিরস্থায়ী, তাঁকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করতে পারে না। আকাশ ও জমিনে যা কিছু আছে, সমস্তই তাঁর। এমন কেউ আছে? যে, তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করতে পারে? তার সামনে ও ভবিষ্যতে যা কিছু আছে, সব সম্পর্কেই তিনি অবগত আছেন। তাঁর জ্ঞানের সিংহাসন সমস্ত আকাশ ও পাতাল ব্যাপী বিস্তৃত। এ দু’য়ের রক্ষণাবেক্ষণে তাঁর বিন্দুমাত্রও অসুবিধা হয় না। তিনি অতি উন্নত ও অতি মহান।

Post a Comment

0 Comments