Recents in Beach

ক্বাজা নামাযের নিয়ত

ক্বাজা নামাযের নিয়ত (ফরজ)


উচ্চারণঃ নাওয়াইতু আন আকদিয়া লিল্লা-হি তা‘আলা রাক‘আতাই ছালা-তিল ফাওতিল ফাজরি ফারদ্বুল্লা-হি তা‘আলা মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লা-হু আকবার।

এখানে, ফাওতিল ফাজরি এর জায়গায় যখন যেই নামাযের ক্বাজা আদায় করা হবে তখন সেই নামাযের নাম বলতে হবে। 

যেমনঃ জোহরের নামাযের ক্বাজা হলে, আরবা-আ রাকআতি সালাতিল ফাওতিজ জোহরে। আসর হলে, আরবা-আ রাকআতি সালাতিল ফাওতিল আসরে। মাগরিব হলে, ছালাছা রাকআতি সালাতিল ফাওতিল মাগরিবে এবং এশার হলে, আরবা-আ রাকআতি সালাতিল ফাওতিল এশায়ে বলতে হবে।

বি:দ্র: নামাযের নিয়ত করা ফরজ আর নিয়ত পড়া বিদ-আত।

Post a Comment

0 Comments