Recents in Beach

নামাযের সঠিক নিয়ম শিখে নিন ছবি দেখে

নামাযের সঠিক নিয়ম শিখে নিন ছবি দেখে

১) প্রবিত্রতা অর্জন করার পর নামাযের জন্য সুজা ভাবে দারাতে হবে এবং নিয়ত করে আল্লাহু-আকবার বলে তাকবীরে তাহরিমা বাধতে হবে (হাত বাধতে হবে)। সানা এবং সুরা পড়তে হবে।



২) নাভির নিচে বা মাঝে অথবা উপরে যে কোন যায়গায় হাত বাঁধতে পারবেন।


৩) হাত বাধার সময় আপনার বাম হাত প্রথমে এবং ডান হাত পরে (বাম হাতের উপরে ডান হাত) বাধতে হবে।



৪) নামাযে দাড়ানো অবস্থায় আপনার নজর বা দৃষ্টি সিজদাহ্ এর স্থানে রাখতে হবে।




৫) সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ার পরে, আপনি রুকুতে চলে যাবেন। রুকু অবস্থায় আপনার মাথা, মেরুদন্ড এবং পা সুজা থাকতে হবে।




৬) রুকু অবস্থায় আপনার নজর বা দৃষ্টি রাখতে হবে দুই পায়ের মাঝ খানে পায়ের পাতার কাছে। এবং রুকু শেষ করে সুজা ভাবে দাড়াতে হবে। এবং সিজদায় যেতে হবে।




৭) সিজদাহ্ তে আপনার হাতের আঙ্গুল কিবলা মুখি থাকতে হবে।




৮) সিজদাহ্ এর সময় পুরুষদের পেটের মাঝে দিয়ে ফাকা থাকতে হবে। আর মহিলাদের বেলায় ফাকা থাকতে পারবে না।




৯) সিজদাহ্ শেষে বসার সময় ডান পায়ের আঙ্গুল যেনো কিবলা মুখি থাকে সেই ভাবে বসতে হবে।




১০) সিজদাহ্ শেষে বসার পর আপনার হাত এমন ভাবে রাখতে হবে। যেনো হাত হাটুর নিচে না যায়।




১১) তাশাহুদ পড়ার সময় শাহাদাতের বাক্য পড়ার সময় আপনার আঙ্গুল যে ভাবে উঠাবেন তা নিচের ছবিতে দেখানো হয়েছে। আঙ্গুল সোজা রাখতে হবে।




১২) সালাম ফিরানোর সময় আপনার নজর বা দৃষ্টি আপনার কাধের উপরে থাকতে হবে।


Post a Comment

0 Comments