Recents in Beach

সূরা আত্-তীন এবং তার অর্থ

উচ্চারণঃ অত্তীনি অয্যাইতূনি। অতুরি সীনীনা। অহা-যাল্ বালাদিল্ আমীন। লাক্বদ্ খালাকনাল্‌ ইন্সা-না ফী আহসানি তাক্বওয়ীম্। সুম্মা রদাদনা-হু আস্ফালা সা-ফিলীন। ইল্লাল্লাযীনা আ-মানূ অ‘আমিলুস্ স-লিহা-তি ফালাহুম্ আজরুন্ গইরু মাম্নুন্। ফামা-ইয়ুকায্যিবুকা বা’দু বিদ্দীন্। আলাইসাল্লা-হু বিআহকামিল্ হা-কিমীন্।

অর্থঃ শপথ অঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, এবং এই নিরাপদ নগরীর। আমি (আল্লাহ) সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকরকর্ম করেছে, তাদের জন্য রয়েছে অশেষ পুরষ্কার। অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন?

Post a Comment

0 Comments