Recents in Beach

টয়লেট বা বাথরুমে প্রবেশ ও বাহির হওয়ার দোয়া


আমরা যখন পায়খানা বা বাথরুমে যাই, সেখানে গিয়ে যখন আমরা উলঙ্গ হয়ে প্রস্রাব বা পায়খানা করি তখন শয়তান বা ইবলিশ আমাদের উলঙ্গ দেখে খুশি হয়। আর তার থেকে বাচার জন্য বাথরুমে প্রবেশের সময় এবং বাহির হওয়ার সময় দোয়া পড়তে হয়। আসুন তাহলে জেনে নেই দোয়া গুলো:

টয়লেটে প্রবেশের দোয়া:
আরবী: ﺍﻟﻠﻬﻢ ﺍﻧﻲ ﺍﻋﻮﺫﺑﻚ ﻣﻦ ﺍﻟﺨﺒﺚ والخباءث

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট পুরুষ ও স্ত্রী শয়তানের অনিষ্ট হতে আশ্রয় চাই। (বুখারী: ৬৩২২)।

টয়লেট থেকে বের হওয়ার দোয়া:
আরবী: ﻏﻔﺮﺍﻧﻚ

উচ্চারণ: গুফরা-নাকা।

অর্থ: হে আল্লাহ! আপনার নিকট ক্ষমা চাই। (আবু-দাউদ: ৩০)।

Post a Comment

0 Comments