Recents in Beach

মসজিদে প্রবেশ ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া


মসজিদ আল্লাহর ঘর। এ ঘরে প্রবেশের রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আদব। ইবাদাত অনেক গুরুত্বপূর্ণ বিষয়। স্বচ্ছ মন, সাদা দিল না হয়ে মসজিদে না গেলে ইবাদাতে মন বসে না। অতঃএব, মসজিদে প্রবেশের রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আদব ও দোয়া। মসজিদে প্রবেশের সময় প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। এবং বের হওয়ার সময় বা-পা দিয়ে বাহির হতে হয়।

মসজিদে প্রবেশের দোয়া:
আরবী: اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ: আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রাহমাতিকা।

অর্থ: হে আল্লাহ! আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও।

মসজিদ থেকে বের হওয়ার দোয়া:
আরবী: اَللّٰهمَّ اِنِّي اَسْٮَٔلُكَ مِنْ فَضْلِكِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলূকা মিস ফাদ্বলিকা।

অর্থ: হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ কামনা করছি।

Post a Comment

0 Comments