Recents in Beach

হাঁচির দোয়া, হাঁচি শেষে যে দোয়া পড়তে হয়


হাঁচি: আমাদের যখন ঠান্ডা বা সর্দি হয় তখন আমাদের হাঁচি আসে। আর ঠান্ডা বেশি হওক বা হালকা প্রায়ই হাঁচি আসে। হাঁচি আসলে রাসুল (সাঃ) দোয়া পড়তেন। তাই হাঁচির শেষে দোয়া পড়া সুন্নত। কোন ব্যাক্তি যদি হাঁচি দেওয়ার পর হাঁচির দোয়া ‘আলহামদুলিল্লাহ’ বলে এবং তা যদি পাশের কোন ব্যাক্তি শুনতে পায় তাকেও দোয়া পড়তে হয়। আসুন তাহলে যেনে নেই সেই দোয়া গুলো।

হাঁচির দোয়া:

১) কেউ হাঁচি দেওয়ার পর যে দোয়া পড়বে।
আরবী: اَلْحَمْدُ ِللهِ
উচ্চারণ: আলহামদুলিল্লাহ।
অর্থ: সমস্ত (যাবতীয়) প্রশংসা আল্লাহ তা-আলার জন্য।

২) যে ‘আলহামদুলিল্লাহ’ পড়তে শুনবে সে জবাবে বলবে।
আরবী: يَرْحَمُكَ اللهُ
উচ্চারণ: ইয়ারহামুকাল্লাহ।
অর্থ: আল্লাহ আপনার প্রতি রহম করুন।

৩) অত:পর যে হাঁচি দিলো সে পুনরায় বলবে।
আরবী: (يَهْدِيْكُمُ اللهُ (وَيُصْلِحُ بَالَكُمْ
উচ্চারণ: ইয়াহদীকুমুল্লাহ / ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউছলিহু বা-লাকুম।
অর্থ: আল্লাহ আপনাকে বা আপনাদেরকে হেদায়াত করুন এবং আপনার বা আপনাদের অবস্থার সংশোধন করুন।

হাঁচি সম্পর্কিত হাদিস: হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। রাসুল (সাঃ) বলেছেন: তোমাদের কেহ হাঁচি দিলে বলবে: اَلْحَمْدُ ِللهِ (সমস্ত প্রসংশা আল্লাহর জন্য)। অতঃপর তার সাথী শুনে বলবে: يَرْحَمُكَ اللهُ (আল্লাহ আপনার প্রতি রহম করুন)। অতঃপর যার জন্য বলা হলো সে যেন বলে:  (يَهْدِيْكُمُ اللهُ (وَيُصْلِحُ بَالَكُمْ (আল্লাহ আপনাকে বা আপনাদেরকে হেদায়াত করুন এবং আপনার বা আপনাদের অবস্থার সংশোধন করুন)। [বুখারী, মুসলিম ও তিরমিযী: হাসান ও সহীহ]

আল্লাহ তা-আলা আমাদের সবাইকে ইসলামের পথে চলার তাওফিক দান করুক, আমিন।

Post a Comment

0 Comments