আল্লাহ তা-আলা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে নির্ধারণ করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর থেকে সুন্দরতম অবয়ব দিয়ে। নিজের চেহারাই যদি নিজে আয়নায় দেখি, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আল্লাহ তা-আলা তার বান্দাকে কতইনা সুন্দর করে সৃষ্টি করেছেন। তাই আয়নায় নিজের চেহারা দেখার সময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিৎ। আল্লাহ উত্তম প্রতিদান দানকারী। আসুন তাহলে জেনে নেই সেই দোয়াটি।
আয়নায় দেখার দোয়া:
আরবী: اللهم حسنت خلقي فحسن خلقي
উচ্চারণ: আল্লাহুম্মা হাসসানতা খালক্বি, ফাআহসিন খুলুক্বি।
অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন। (মুসনাদে আহমদ, মিশকাত)।
এটি মূলত আয়না দেখার দোয়া। তাছাড়া, অন্যান্য সময়েও সাধারণ দোয়া হিসেবে এটি পড়া যায়।

0 Comments