Recents in Beach

নামাজের রুকুতে যে দোয়া পড়া উত্তম


নামাজের মধ্যে রয়েছে ৬টি ফরজ। এর মধ্যে রুকু একটি। আমরা রুকুতে কি পড়ি? সাধারণত রুকুতে আমরা যে তাসবিহ পড়ে থাকি, তাছাড়াও আরো অনেক তাসবিহ রয়েছে। যা অনেক গুরুত্ব বহন করে। আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় এ তাসবিহ গুলো পাঠ করার মাধ্যমে। আসুন তাহলে জেনে নেই সেই তাসবিহ গুলো:

নামাজের রুকুতে যে দোয়া গুলো পড়া উত্তম:
১) আরবী: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ

উচ্চারণ: সুবহা-না রাব্বিয়াল আ’যিম। (তিরমিজি, আবু দাউদ)।

অর্থ: আমার প্রভু পবিত্র ও মহামহিম।

২) আরবী: سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي

উচ্চারণ: সুবহা-নাকাল্লা-হুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লা-হুম্মাগফির’লী। (বুখারি ও মুসলিম, মিশকাত, মুসনাদে আহমদ)

অর্থ: হে আল্লাহ! হে আমাদের রব্ব! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হে আল্লাহ! আপনি আমাকে মাফ করে দিন।

হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূল (সাঃ) এ দোয়াটি বেশি বেশি পড়তেন।

৩) আরবী: اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِيْ وَ بَصَرِيْ وَ مُخِّي وَ عَظْمِيْ وَ عَصَبِيْ

উচ্চারণ: আল্লা-হুম্মা লাকা রাকা’আতু ওয়াবিকা আ-মানতু ওয়া লাকা আসলামতু। খাশা’আ লাকা সামঈ, ওয়া বাসারি, ওয়া মুখখি, ওয়া আজমি, ওয়া আসাবি।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার জন্যই রুকু করলাম, আপনার উপরই ঈমান এনেছি, আপনার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। আপনার নিকট অবনত আমার শ্রবণশক্তি, আমার দৃষ্টিশক্তি, আমার মজ্জা, আমার অস্থি ও আমার শিরা-উপশিরা। (মুসলিম, মিশকাত)

আল্লাহ তা’আলা আমাদেরকে সঠিক ভাবে ইসলাম বুঝার এবং সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুক, আমিন।

Post a Comment

0 Comments