Recents in Beach

মৃত ব্যক্তিকে গোসল কড়ানোর নিয়ম

আমরা জারা মুসলিম আছি তাদের সবাইকে মৃত্যুর পর ভালো ভাবে গোসল করাতে হয়। ইসলামের দৃষ্টিতে, তাকে শেষ গোসল করানোর পর তাকে কাফনের কাপড় পড়ানো হয় এবং জানাজা শেষে কবর দেওয়া হয়। আর ইসলামের দৃষ্টিতে মৃত ব্যক্তিকে গোসল করানোর কিছু নিয়ম রয়েছে। আসুন তাহলে জেনে নেই সেই নিয়ম গুলো:

মৃত ব্যক্তিকে গোসল যেভাবে কড়াবেন:
১) মৃত ব্যক্তি বা মায়্যিতকে খাটিয়ার উপর শুইয়ে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত মোটা কাপড় দিয়ে ঢেকে তার পরিধানের সব কাপড় খুলে দিবেন।

২) তারপর হাতে কাপড় পেঁচিয়ে ৩/৫ ঢিলা দ্বারা ইস্তিঞ্জা করিয়ে ঐ স্থান ধৌত করি দিবেন।

৩) তারপর নাকে, মুখে, কানে তুলা দিয়ে অজু করাবেন। তবে, মুখে ও নাকে পানি প্রবেশ করাবেন না। প্রথমে চেহারা, তারপর কনুইসহ দু’হাত ধোয়াবেন, অতঃপর মাথা মাসেহ করিয়ে উভয় পা ধোয়াবেন।

৪) গোলাপ, সাবান বা এ জাতীয় জিনিস দ্বারা মাথা ধোয়াবেন।

৫) মৃত ব্যক্তিকে বা মায়্যিতকে বাম কাঁতে শুইয়ে শরীরের ডান পার্শ্বে মাথা থেকে পা পর্যন্ত বরই পাতা মিশ্রিত হালকা গরম পানি তিনবার এমনভাবে ঢেলে গোসল করাবে যাতে পানি বাম পাশ পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর ডান কাঁতে শুইয়ে শরীরের বাম পার্শ্বে মাথা থেকে পা পর্যন্ত আগের নিয়মে তিনবার ধোয়াবেন।

৬) অতঃপর মৃত ব্যক্তিকে বা মায়্যিতকে নিজের শরীরের সাথে ঠেস লাগিয়ে কিঞ্চিত বসিয়ে হালকাভাবে পেটের উপর থেকে নিচের দিকে মালিশ করবে। তারপর কাপড় পেচানো হাতে ইস্তিঞ্জার জায়গা মুছে ফেলে প্রয়োজনে ধুয়ে দিবেন। উল্লেখ্য যে, এতে অজু বা গোসলের কোন ক্ষতি হবে না।

৭) অতঃপর মৃত ব্যক্তিকে বা মায়্যিতকে আরেকবার বাম কাঁতে শুইয়ে কর্পূর মিশানো পানি শরীরের ডান পার্শ্বে মাথা থেকে পা পর্যন্ত তিনবার এমনভাবে ঢালবেন যেন বাম পাশ পর্যন্ত পৌঁছে যায়। অনুরূপ ভাবে অপরদিকেও ঢালবেন।

৮) এরপর শুকনো কাপড় দ্বারা সমস্ত শরীর ভালভাবে মুছে দিবে।

৯) মৃত ব্যক্তিকে বা মায়্যিতকে কাফনের উপর রাখার পর তার নাক ও কানের তুলা বের করে ফেলবেন। অতঃপর তার মাথায় এবং পুরুষ হলে দাঁড়িতেও আতর লাগিয়ে দিবেন। কাফনের কাপড়ে আতর লাগাবেন না বা তুলায় লাগিয়ে মায়্যিতের কানে ঢুকাবে না। তাছাড়া কপালে, নাকে, উভয় হাতের তালুতে, উভয় হাঁটুতে এবং পায়ে কর্পূর লাগিয়ে দিবে।

১০) মায়্যিতের  পশম, মোচ, চুল, নখ কাটবে না এবং তার চুল আঁচড়াবে না। যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দিবে। গোসল শেষে কাফন পরিয়ে অতিসত্বর জানাযা নামাযের ব্যবস্থা করবে। (ফাতাওয়ায়ে শামী-২/১৯৮, হিদায়া- ১/১৭৯, আহকামে মায়্যিত-৩৯-৪০)

আল্লাহ তা-আলা আমাদেরকে সহিহ ভাবে সকল কিছু পালন করার তাওফিক দান করুক, আমিন।

Post a Comment

0 Comments