Recents in Beach

চাঁদ দেখার দোয়া,বাংলা অর্থ সহ


নবুয়াত প্রাপ্তির পর যে কোনো সময় প্রতি মাসের নতুন চাঁদ, তাছাড়া রোজা ও ঈদের চাঁদ দেখার দোয়া একটি ই। হযরত মুহাম্মদ (সাঃ) নতুন চাঁদ দেখলে নিম্নের দোয়াটি পড়তেন। আসুন তাহলে জেনে নেই সেই দোয়াটি:

চাঁদ দেখার দোয়া:
আরবী: اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربى و ربك الله

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-য়ুমনি ওয়াল ঈমানি, ওয়াসসালামাতি ওয়াল ইসলামি-রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের জন্য এই চাঁদকে সৌভাগ্য ও ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। আল্লাহ-ই আমার ও তোমার রব। (তিরমিজি, হাদিস নং: ৩৪৫১)

আল্লাহ তা’আলা আমাদের সবাইকে সঠিক ভাবে আমল করার তাওফিক দান করুক, আমিন।

Post a Comment

0 Comments