Recents in Beach

হযরত ইব্রাহিম (আঃ) ও এক ভিক্ষুকের কাহিনী, যা সবার জানা উচিত


হযরত ইব্রাহিম (আঃ) এবং এক ভিক্ষুকের কাহিনী, যা সবার জানা উচিত বলে আমি মনেকরি, আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই কাহিনী:

একবার হযরত ইব্রাহিম (আঃ) এর নিকট এক ভিক্ষুক আসলো, তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে, বিসমিল্লাহ বলে শুরু কর। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলব কেনো? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না।

ইব্রাহিম (আঃ) এ কথা শুনে ভিক্ষুকের কাছে থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দিবো না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তা’আলা তৎক্ষণাৎ ইব্রাহিম (আঃ) এর উপর ওহী নাযিল করলেন, ওহী টি হলো: হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার, কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবাহান’আল্লাহ! আল্লাহ কত দয়াময়!

মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব কেনো বলেছেন? কারণ আল্লাহ তা’আলা মানুষকে নিজস্ব ইচ্ছা দিয়েছেন ফলে মানুষ আল্লাহকে মানতেও পারে আবার নাও মানতে পারে। মানলে জান্নাত আর না মানলে জাহান্নাম। কিন্তু! কাউকে জোর করে আল্লাহকে মানানোর অধিকার আল্লাহ মানুষকে দেয়নি। তবে, আল্লাহ পৃথিবীতে যে নিদর্শন রেখেছেন তাতে কেউ নাস্তিক থাকতে পারে না।

সামান্য বুদ্ধি থাকলেও যেকেউই বুঝতে পারবে পৃথিবীর এতোকিছু এমনি এমনি সৃষ্টি হয়নি কেউ না কেউ সৃষ্টি করেছেন ও সুশ্রিংখল ভাবে পরিচালনা করছেন। অবশ্যই একজন স্রষ্টা আছেন।

আল্লাহ তা’আলা আমাদের সবাইকে ইসলাম বুঝে সঠিক আমল করার তাওফিক দান করুক, আমিন।

Post a Comment

0 Comments