Recents in Beach

হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম


অমুসলিমদের মতে হযরত মুহাম্মদ (সাঃ) ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক। অধিকাংশ ইতিহাসবেত্তা ও বিশেষজ্ঞদের মতে মুহাম্মদ (সাঃ) পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও সামাজিক নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল তেমনই রাজনৈতিক জীবনে। সমগ্র আরব বিশ্বের জাগরণের পথিকৃৎ হিসেবে তিনি অগ্রগণ্য। বিবদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সফলতা।

রাসূল (সাঃ) এর জন্ম:
হযরত মুহাম্মদ (সাঃ) বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। রাসূল (সাঃ) ৫৭০ খৃস্টাব্দে জন্ম গ্রহণ কড়েন। রাসূল (সাঃ) এর জন্মের বছরেই হস্তী যুদ্ধের ঘটনা ঘটে এবং সে সময় সম্রাট নরশেরওয়ার সিংহাসনে আরোহনের ৪০ বছর পূর্তি ছিল।

হযরত মুহাম্মদ (সাঃ) ২৬ এপ্রিল ৫৭০ খৃস্টাব্দে জন্ম গ্রহণ কড়েন এবং ৮ জুন ৬৩২ খৃস্টাব্দে মৃত্যু বরণ কড়েন। তিনি ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল (আরবী ভাষায়: النبي আন-নাবিয়্যু) তথা “বার্তাবাহক” (আরবী: الرسول আর-রাসূল) যাঁর উপর প্রবিত্র আল কুরআন অবতীর্ণ হয়েছে।

Post a Comment

0 Comments