Recents in Beach

জুমা’র দিনের সকল গুরুত্ব পূর্ণ সুন্নাত সমূহ - Islamic World

 


হাদিস এবং কুরআন দ্বারা প্রমানিত, জুমা’র দিনের সকল গুরুত্বপূর্ণ সুন্নাহ নিম্নে আলোচনা করা হলো। আসুন তাহলে যেনে নেওয়া যাক জুমা’র দিনের গুরুত্ব পূর্ণ সুন্নাহ সমূহঃ

১) মেসওয়াক করা।
২) ফজরের সালাত জামাতে আদায় করা (আল বায়হাকী, সহী আল আলবানি-১১১৯)
৩) জুমা’র দিন গোসল করা (বুখারী-১৯৫১, মুসলিম-৯৭৭)
৪) জুমা’র নামাজে শীঘ্রই উপস্থিত হওয়া (বুখারী - ৯২৯, মুসলিম - ১৯৬৪)
৫) পায়ে হেঁটে মসজিদে গমন করা (আল তিরমিজি-৪৯৬)
৬) মনোযোগ সহকারে জুমা’র খুৎবা শোনা (বুখারী-৯৩৪, মুসলিম-৮৫১)
৭) জুমা’র দিন দুয়া কবুলের মুহূর্তটি অনুসন্ধান করা (বুখারী-৯৩৫, মুসলিম-১৯৬৯)
৮) সূরা কাহাফ তিলাওয়াত করা (আল-হাকিম-২/৩৯৯, আল বায়হাকী-৩/২৪৯)
৯) আমাদের নবী (সাঃ) এর উপর বেশি বেশি দুরুদ পাঠ করা (ইবনে মাজাহ-১০৮৫, আবু দাউদ-১০৪৭)
১০) পরিষ্কার পরিচ্ছন্ন পোষাক পরিধান করা।
১১) সুগন্ধি লাগানো।
১২) প্রথম ওয়াক্তে মসজিদে যাওয়া।
১৩) সূরা কাহফ তিলাওয়াত করা।
১৪) মনযোগ দিয়ে খুৎবাহ শোনা এবং খুৎবা চলাকালীন সময়ে কোন ধরনের কথা না বলা এমনকি কাউকে কথা বলতে দেখলে তাকে কথা বলতে বারণ করাও যাবে না।
১৫) জুমা’র নামাজের পর বেশি বেশি নফল নামাজ পড়া।

Post a Comment

0 Comments