Recents in Beach

আছরের নামাযের সময় হয়েছে কি ভাবে বুঝবেন?

আছরের নামাযের সময় হয়েছে কি ভাবে বুঝবেন এবং কয়টা পর্যন্ত সময় থাকে?

আসরের নামায মোট ৮ রাকাত। ৪ রাকাত সুন্নত এবং ৪ রাকাত ফরজ। কোন লাকড়ি অথবা মানুষের ছায়া যখন দ্বিগুণ হয় তখন থেকে আছর নামাযের সময় সুরু হয়। আর সূর্যাস্তের ১৫-২০ মিনিট পূর্ব পর্যন্ত আছরের নামাযের সময় থাকে।

Post a Comment

0 Comments