মসজিদ আল্লাহ তা-আলার ঘর। এ ঘরে প্রবেশের সময় আদবের সাথে প্রবেশ করা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তা-আলার নৈকট্য লাভের আশায় আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করে থাকি। রাসূল (সাঃ) যেভাবে মসজিদে প্রবেশ এবং বাহির হতেন।
মসজিদে প্রবেশের সুন্নত সমূহ:
১) বিসমিল্লাহ বলা।
২) দুরূদ শরীফ পড়া।
৩) দোয়া পড়া।
৪) মসজিদে প্রবেশ করার সময় প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করা।
৫) এ’তেকাফের নিয়ত করা। এইভাবে: نَوَيْتُ سُنَّةُ الْاِعْتِكَافِ
অর্থাৎ যতক্ষণ মসজিদে অবস্থান করবে, ততক্ষণের জন্য সুন্নত এ’তেকাফের নিয়ত করলাম। (হিসনে হাসীন)।
মসজিদ থেকে বাহির হওয়ার সুন্নত সমূহ:
১) বিসমিল্লাহ বলা।
২) দুরূদ শরীফ পড়া।
৩) দোয়া পড়া।
৪) মসজিদ থেকে বাহির হওয়ার সময় প্রথমে বা-পা দিয়ে বাহির হওয়া।
৫) ডান পায়ে জুতা আগে পরিধান করা।
আল্লাহ তা-আলা প্রত্যেককে মসজিদে প্রবেশ এবং বাহির হওয়ার আদব রক্ষা করার তাওফিক দান করুক, আমিন। আল্লাহর নৈকট্য অর্জনে তাওফিক দান করুক, আমিন।

0 Comments